“মুখ্যমন্ত্রীর অদক্ষতার জন্য পশ্চিমবঙ্গে করোনা ভয়ংকর মহামারির আকার নিচ্ছে”- অধীর চৌধুরী


শুক্রবার,৩১/০৭/২০২০
954

কলকাতা : মুখ্যমন্ত্রীর অদক্ষতার জন্য পশ্চিমবঙ্গে করোনা ভয়ংকর মহামারির আকার নিচ্ছে। রাজ্য সরকারকে এই ভাষাতেই দুষলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। শুক্রবার তিনি বলেন যদি অদক্ষতার জন্য স্বাস্থ্য দফতরের সচিবকে সরে যেতে হয় তাহলে সবার আগে অদক্ষতার জন্য মুখ্যমন্ত্রীকে নিজের আগে সরে যাওয়া উচিত। অধীর আরও বলেন, করোনা মোকাবিলায় রাজ্যে সিস্টেমে গলদ, ব্যাবস্থায় গলদ। অধীর চৌধুরী বলেন করনা মোকাবিলায় রাজ্যে আরো বেশি টেস্ট বাড়ানোর প্রয়োজন। যত টেস্ট বাড়বে তত আক্রান্তের সংখ্যা বাড়বে বলে মনে করেন তিনি। অধীর চৌধুরীর আরও জানিয়েছেন, এরাজ্যে আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে মৃত্যুর হারও বাড়ছে। দিল্লিন থেকে পশ্চিমবঙ্গে মৃত্যুর হার বেশি বলে এদিন জানান তিনি। রাজ্য সরকারকে অবিলম্বে আইসোলেশন সংখ্যা বাড়ানো এবং সঠিক স্বাস্থ্য পরিষেবা চালু করার দাবি জানিয়েছেন লোকসভার এই কংগ্রেস দলনেতা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট