ডেস্ক রিপোর্ট, ঢাকা: কুয়েত ১ আগস্ট থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা ওঠালেও বাংলাদেশসহ কয়েকটি অঞ্চলের প্রবাসীরা সেই আগের মতোই দেশটিতে ঢুকতে পারবেন না। কুয়েতের যোগাযোগ অধিদপ্তর মন্ত্রিসভার বৈঠকের পর ৩০ জুলাই বৃহস্পতিবার টুইটে এই খবর দিয়েছে। আরব টাইমস জানিয়েছে, বাংলাদেশ এবং ভারতের পাশাপাশি নিষেধাজ্ঞার আওতায় থাকবেন ফিলিপাইন, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইরান এবং নেপালের নাগরিকেরা। কুয়েতে এখন পর্যন্ত ৬৫ হাজার ৯০৩ জন কভিড–১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। ৫৬ হাজার ৪৬৭ জন সেরে উঠলেও মারা গেছেন ৪৪৪ জন। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ছয়টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৭২ লাখ ১৭ হাজার ১১২ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ৭ লাখ ২৮ হাজার ৭৪০ জন। বিপরীতে মারা গেছেন ৬ লাখ ৭০ হাজার ৯৪১ জন।
বাংলাদেশ থেকে এখনো কুয়েতে যেতে মানা
বৃহস্পতিবার,৩০/০৭/২০২০
551