পশ্চিম মেদিনীপুর:– বিয়ে করে বাড়ি ফেরার পথে জাতীয় সড়কের উপর পথ দুর্ঘটনায় আহত হল বর-বউ সহ ৭ জন বরযাত্রী, এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়, ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদনীপুরের বেলদা থানার নেকুর্সেনি ৬০ নম্বর জাতীয় সড়কের উপর।স্থানীয় সূত্রে জানা যায় পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার রসুলপুর এলাকা থেকে বিয়ে করে বউকে নিয়ে নিজের বাড়িতে যাচ্ছিল মালযমুনার ছেলে।বেলদা থানার নেকুরসেনি কাছে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বরযাত্রীর গাড়িটি।এরপর এলাকাবাসীরা দেখতে পেয়ে বেলদা থানায় খবর দেয়। ঘটনারস্থলে পুলিশ ও এলাকাবাসীদের তৎপরতায় গুরুতর আহত অবস্থায় ৭ জনকে উদ্ধার করে বেলদা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য।বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল।
বিয়ে করে বাড়ি ফেরার পথে জাতীয় সড়কের উপর পথ দুর্ঘটনায় আহত হল বর-বউ সহ ৭ জন বরযাত্রী
মঙ্গলবার,২৮/০৭/২০২০
618