কোলকাতা: “SpeakUpForDemocracy” কর্মসূচিতে অংশ নিলেন দলের কর্মীসমর্থকরা। এদিন কোলকাতার ললিত গ্রেট ইস্টার্ন হোটেলের সামনে থেকে জমায়েত হয়ে রাজভনের সামনে প্রতীকী বিক্ষোভ দেখাতে থাকেন তারা। কেন্দ্রের মোদি সরকার দেশের গনতন্ত্রকে ধ্বংস করছে বলে অভিযোগ কংগ্রেস শীর্ষ নেতৃত্বের। রাজস্থানে গনতন্ত্রকে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ। তারই প্রতিবাদে দেশের সর্বত্রই বিক্ষোভ কর্মসূচি। রাজভবনের গেটের বাইরে কংগ্রেসের এই বিক্ষোভের জেরে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পরে পুলিশ পরিস্থিতি সামাল দেয়।
“SpeakUpForDemocracy” কর্মসূচিতে অংশ নিলেন দলের কর্মীসমর্থকরা
সোমবার,২৭/০৭/২০২০
793