ফেসবুক গ্রুপের সহযোগিতায় ঝাড়গ্রাম জেলার কুলটিকরিতে ৩০০ চারাগাছ বিতরণ


সোমবার,২৭/০৭/২০২০
759

ঝাড়গ্রাম:- আরো বেশি করে সবুজায়নের লক্ষ্যে সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক ফেসবুক “আমারকার ভাষা আমারকার গর্ব” এর সহযোগিতায় চারাগাছ বিতরণ হলো ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের ব্লকের কুলটিকরির পাটাশোল সংলগ্ন এলাকায়। পাটাশোল এলাকায় দীর্ঘদিন দিন ধরে বৃক্ষরোপণের কাজের মূল পরিকল্পনা ও উদ্যোগে রয়েছেন বৃক্ষ ও পরিবেশ প্রেমী তথা স্থানীয় এলাকায় সবুজায়নের অন্যতম মূল কান্ডারী,কুলটিকরি এস সি হাইস্কুলের প্রাক্তন শিক্ষক গৌরসাধন দাস চক্রবর্তী।আর তাঁকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছ স্থানীয় উৎসাহী এলাকাবাসীরা। এদিন এই সবুজায়নের কাজে আবারও সহযোগিতার হাত বাড়িয়ে দিলো ফেসবুক গ্রুপ “আমারকার ভাষা আমারকার গর্ব।” সামাজিক বনসৃজনের কুলটিকরি মডেলের আজকের কর্মসূচিতে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভানুধ্যায়ী দন্ত চিকিৎসক ডাঃউজ্জ্বল দাস।অামারকার ভাষা অামারকার গর্ব গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গ্রুপের অন্যতম মডারেটার শিক্ষক সুমন মণ্ডল, সদস্য শিক্ষক দীপক জানা, অভিনন্দন রাণা, বিশ্বজিত রায়, দেবব্রত পাল প্রমুখ। এদিন স্থানীয় এলাকার পড়ুয়াদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়।

পরিবেশ,সমাজ ও পরিবারের রক্ষায় প্রতিটা পরিবারের ছোট ছোট ছেলেমেয়েরা গাছ লাগাবে ও সেই গাছকে নিজের ভাইবোনের মত যত্ন নিয়ে বড় করে তুলবে এই শপথ নিয়েছে কচিকাঁচারা।

সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে সমস্ত অনুষ্ঠান ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এদিন মূলতঃ ১০০ টি আদিবাসী পরিবারের শিশু ও তাদের পরিবারের বড়দের হাতে ৩০০ টি চারাগাছ তুলে দেওয়া হয়। প্রত্যেককে একটি করে আম,শাল ও কাজু গাছের চারা দেওয়া হয়। গ্রুপের পক্ষে বিশ্বজিৎ পাল ও সুদীপ কুমার খাঁড়া জানান তাঁরা আগামী দিনে সবুজায়নের পক্ষে আরও কর্মসূচি গ্রহণ করার চেষ্টা করবেন এবং সবুজায়নের পক্ষে প্রচার চালাবেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট