।। কবিতা।। – একটা গল্প শুনুন


শনিবার,২৫/০৭/২০২০
3417

।। কবিতা।।

একটা গল্প শুনুন

অনুপ মণ্ডল

একটা গল্প শুনুন a
গল্পটা অতি আধুনিক জীবনের গল্প,
গল্পে সব চরিত্রই বাস্তব-জীবন্ত।

শহরের-বক্সী পরিবারের কাহিনি
রতন বাবু আর সুচিত্রা দেবীর-
একমাত্র সন্তান-রাহুল
মোটা মাইনার চাকরিজীবি,
বিয়েও করেছে গত ১৪ই ফেব্রুয়ারি,
অবশ্যই লাভ ম্যারেজ!

টেনেটুনে একবছর ভালোই চলল,
বক্সী বাবুর সংসার!
এবার শুরু আসল পিকচার,
প্রথমে শ্বশুর-শাশুড়ির সাথে-অসহযোগ ফর্মূলা।
দ্বিতীয় ধাপে-খাদ্য বয়কট!
তৃতীয় ধাপে- রাহুলের ব্রেনওয়াশ!

ব্যস,কেল্লাফতে!
এখন রতন বাবু আর সুচিত্রা দেবীর –
বর্তমান ঠিকানা,
শ্রীকৃষ্ণ বৃদ্ধাশ্রম,,,,,,

গল্পের নীতি কথা
ছেলে-মেয়েদের টাকা তৈরির
মেশিন না বানিয়ে,একটু ভালোবাসা শেখান-প্রিয় অভিভাবক-অভিভাবিকাগণ।
তা হলে ভারতের সব বৃদ্ধাশ্রম গুলির গেটে,
দেখবেন-তালা ঝুলছে,,,,,

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট