কবিতা || – অন্যায়


শনিবার,২৫/০৭/২০২০
3407

অন্যায়
“ঝর্ণা ভট্টাচার্য‌্য”

আঠারো,আটাশ, ছাব্বিশ
কত শত প্রাণ হচ্ছে বলি
অন্যায় অবিচারে,
হাসপাতালের দোর বন্ধ
অভাগীর কোল শূন্য।
কত না কঠিন যুক্তি দ্বন্দ্ব
মৃত সন্তান যায়না দেখা
কোথায় ঘুমায় মায়ের রত্ন
দেরাজে তোলা থাকে ব্যাথার দান
কি নৃশংস বিধির বিধান।
কত কলম কইছে কথা
নেই আত্ববশ, শুধু উত্তেজনা
চোখটা যখন ঘোরে বাড়ি ময়
শূন্য বুক আরো শূন্য হয়।
নূনতম মনুষত্ব কোথায়?
বড় বড় সার্টিফিকেট শুধু অভিনয়,
আঘাত যখন আসেই
প্রত্যাঘাত করো থেকোনা নিরব
হয়োনা বিনত।
উগলে দাও ঘৃনা, আছে যাদের টাকা
সেখানেই বড় বড় মাথা।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট