।। কবিতা।। হতাশা


শনিবার,২৫/০৭/২০২০
2904

।। কবিতা।।

হতাশা
বাসুদেব দাস

আর কি ফিরে আসবে সেদিন প্রাণখুলে মেলামেশা,
সাহিত্য সভাতে যাওয়া সাহিত্যের সেই আজব নেশা।
সাহিত্য সৃষ্টির ফসল সবার মাঝে প্রকাশ করা,
সুখখ্যাতি কেউ করলে পরে আনন্দতে মনটা ভরা।
এই আনন্দ অনুভূতি অর্থ দিয়ে যায়না পাওয়া,
এরই লোভে দূরদূরান্ত অর্থ ব্যায়ে ছুটে যাওয়া।
সাহিত্য বেরসিক যারা বলতো পাগল এরই জন্য,
ওদের কথা তুচ্ছ ভেবে পাঠ করে হতাম ধন্য।
জানিনাকো আর কোনোদিন সেই সুখ ফিরবে কি?
নাকি এমন অনুতাপএ এই জীবন টা ঘিরবে কি?
মনের আশা মনে রেখে এমনি ভাবে জীবনে জ্বলে,
ফিরবে না আর সুখের সেদিন অনুতাপএ যাবে চলে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট