কলকাতা: প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের শারিরীক অবস্থা সঙ্কটজনক। তাঁর চিকিৎসা চলছে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। বর্তমানে আই সি ইউ তে চিকিৎসাধীন রয়েছেন তিনি। জ্বর ও কাশি রয়েছে। সেই সাথে কিডনির সমস্যা। রাজ্য কংগ্রেসের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী কিছু সময় আগে এই খবর জানিয়েছেন। তিনি বলেন, ২২ জুলাই শারীরিক অবস্থা ছিল স্থিতিশীল। ডায়ালিসিস ও হয়। শরীরের অতিরিক্ত জল বের করে দেওয়া হয় বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। creatinine এর মাত্রা বেড়ে যাওয়ার কারণে ভর্তি রয়েছেন দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের মিডিয়া প্রধান অমিতাভ চক্রবর্তী।উল্লেখ্য, বেলভিউতে গত ২১ জুলাই ভর্তি করানো হয় সোমেন মিত্রকে।শরীরে অক্সিজেনের মাত্রা কমেছে। প্রথমবারের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়। শ্রী মিত্রের জ্বর ও কাশি রয়েছে এর ফলে দ্বিতীয়বার করোনা টেস্ট করানো হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত চিকিৎসকেরা।
সংকটজনক সোমেন
শনিবার,২৫/০৭/২০২০
762