বাংলাদেশে বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে ঈদের ৬ জামাত


শনিবার,২৫/০৭/২০২০
750

ডেস্ক রিপোর্ট, ঢাকা: আগামী ১ আগস্ট পবিত্র ঈদুল আজহা পালিত হবে। এ উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৬টি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ঈদের প্রথম জামাত সকাল সাতটায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। দ্বিতীয় জামাত সকাল সাতটা ৫০ মিনিটে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। তৃতীয় জামাত সকাল ৮টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা এহসানুল হক, চতুর্থ জামাত সকাল ৯টা ৩৫ মিনিটে ইমামতি করবেন পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম, মুকাব্বির থাকবেন মো. শহীদুল্লাহ। পঞ্চম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ১০টায়।

ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান খান, মুকাব্বির থাকবেন খাদেম হাফেজ মো. আবদুল মান্নান। ৬ষ্ঠ ও সর্বশেষ জামাত বেলা ১১টা ১০ মিনিটে অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক উপপরিচালক মাওলানা মুহাম্মদ আবদুর রব মিয়া, মুকাব্বির থাকবেন খাদেম হাফেজ মো. আবদুর রাজ্জাক। হিজরি বর্ষপঞ্জির শেষ মাস হচ্ছে জিলহজ। ৯ জিলহজ পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এর পরদিন ১০ জিলহজ আল্লাহর অনুগ্রহ লাভের প্রত্যাশায় পশু কোরবানি করেন মুসলমানরা। ঈদুল আজহা মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট