দ্বিতীয় দিনের লকডাউনেও ব্যাপক প্রভাব পড়ল ঝাড়গ্রাম জেলায়


শনিবার,২৫/০৭/২০২০
803

ঝাড়গ্রাম:- কোভিড-সংক্রমণের শৃঙ্খল ভাঙতেই সপ্তাহে দু’দিন পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নেয় রাজ্য। বৃহস্পতিবার ছিল এই দফার ‘কমপ্লিট’ লকডাউনের প্রথম দিন। পুলিসের কড়া দাওয়াইয়ে ওই দিন সার্বিক ‘বন্‌ধ’-এর চেহারা নিয়েছিল গোটা এলাকা।

দ্বিতীয় দিনের লকডাউনেও ব্যাপক প্রভাব পড়ল ঝাড়গ্রাম জেলায়। ঝাড়গ্রাম শহরে ছিল কড়া নজরদারি। শহরের মেন রোডে ৫০ মিটার ছাড়া ছাড়া পুলিসি ব্যারিকেড ছিল। এদিন ভোর থেকেই শহরের বিভিন্ন জায়গায় পুলিসকর্মী মোতায়ন করা হয়। মানুষজন রাস্তায় বেরলেই তাঁদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। দোকান-পাট খোলেনি। কিন্তু বিনপুরে বাজারে দেখা গেল ভিন্ন চিত্র,রাস্তায় ব্যারিকেড় থাকলেও দেখানেই পুলিশের বিনা মাস্কেই বাজারে ঘুরছিল মানুষজন।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট