আর হাত জোড় করে অনুনয়-বিনয় নয় ঝাড়গ্রামে লকডাউন কার্যকর করতে লাঠি হাতে পুলিশ


বৃহস্পতিবার,২৩/০৭/২০২০
1000

ঝাড়গ্রাম:– আর হাত জোড় করে অনুনয়-বিনয় নয় এবার কড়া ব্যবস্থা নিতে শুরু করলো ঝাড়গ্রাম জেলা পুলিশ প্রশাসন। তাই লকডাউন সফল করতে নিছিদ্র নিরাপত্তায় বেড়াজালে ঘিরে দেওয়া হয়েছে ঝাড়গ্রাম শহরের পাঁচমাথার মোড় এলাকা। কোথাও লাঠি উচিয়ে তাড়া তো কোথাও বিনা কারণে রাস্তায় বেরনোর জন্য শাস্তি হচ্ছে রাস্তার মাঝে কান ধরে উঠবস। এক জেলা থেকে অন্য জেলায় ঢোকার সীমান্তে চলছে নাকা চেকিং। বাড়ি থেকে বরনোর সঠিক কারণ না বলতে পারলেই নাগরিকদের ফিরিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে।লকডাউনে ভাল সাড়া পড়েছে ঝাড়গ্রামে। বৃহস্পতিবার সকালে থেকেই জনশূন্য হয়ে পড়ে ঝাড়গ্রামের রাস্তাঘাট। বন্ধ সব দোকানপাট। ঝাড়গ্রাম শহরের সবজি বাজার ও মাছ বাজারও বন্ধ রয়েছে আজ। কেবলমাত্র খোলা রয়েছে ওষুধের দোকান এবং প্যাথলজিক্যাল ল্যাবগুলি। ঝাড়গ্রাম শহরের পাশাপাশি নয়াগ্রাম, গোপীবল্লবপুর, সাঁকরাইল, বেলিয়াবেড়া, জামবনি, লালগড়, বিনপুর, শিলদা, বেলপাহাড়ি— প্রতিটি এলাকাতেই দোকানপাট বন্ধ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট