কলকাতা: বেসরকারি হাসপাতালে কোভিড চিকিৎসার খরচ কমানো, রোগী ফেরান বন্ধ করা, হাসপাতালগুলোকে মানবিক হওয়ার দাবি জানিয়ে আজ মুকুন্দপুর এর এক বেসরকারি হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাল সিপিআইএম প্রভাবিত নাগরিক ফোরাম। তাদের দাবি অবিলম্বে সরকারকে হস্তক্ষেপ করে হাসপাতালগুলোতে অস্বাভাবিক বিল প্রত্যাহার করতে হবে বিভিন্ন হাসপাতালে কত বেড রয়েছে তা নির্দিষ্ট করে জানাতে হবে এবং বেসরকারি হাসপাতালগুলো কে সামাজিক দায়িত্ব পালন করতে হবে। এ বিষয়ে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে স্মারকলিপি দেয়া হয় নাগরিক ফোরামের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন বিধায়ক সুজন চক্রবর্তী সিপিআইএম নেতা কান্তি গাঙ্গুলি প্রমুখ।
মুকুন্দপুর এর এক বেসরকারি হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাল সিপিআইএম প্রভাবিত নাগরিক ফোরাম
বুধবার,২২/০৭/২০২০
762