দুর্ঘটনা এড়াতে লেজার স্পীড লিমিট গান দিয়ে ঝাড়গ্রাম জেলা পুলিশের নজরদারী কলাবনি রাস্তায়


সোমবার,২০/০৭/২০২০
721

ঝাড়গ্রাম :– ঝাড়গ্রাম জেলায় ঘন ঘন পথ দুর্ঘটনা ঘটেই চলেছে । কখন হেলমেট ছাড়া তো কখনও দ্রুততার সাথে গাড়ী ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা ঘটছে ।ঝাড়গ্রাম জেলা পুলিশের নজরদারী চেকিং ও সচেতনতার সমস্ত দিকে নজর দিয়েছিল আর এবার চেকিং চলছে লেজার স্পীড লিমিট গান দিয়ে।

জেলা পুলিশের উদ্যোগে ঝাড়গ্রাম জেলার কলাবনি রাস্তায় লেজার স্পীড লিমিট গান দিয়ে রোডের উপরে চেকিং চলছে আর তারথেকে কিছু দুরে ধরিয়ে দেওয়া হচ্ছে লেজার স্পীড লিমিট গান থেকে প্রিন্ট হওয়া তারিখ সময় ও গাড়ীর গতি সঙ্গে জরিমানার কাগজ।

জরিমানা করা আসল লক্ষ্য নয় যাতে মানুষ সচেতন হয় সেটাই প্রধান লক্ষ্য,এবং যাতে দুর্ঘটনা কমে এবং অকারনে যাতে জীবন হানি না হয় ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট