পশ্চিম মেদিনীপুর:- করোনা যুদ্ধ জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরল ২৩ জন ইএফআর জওয়ান। প্রসঙ্গত দিন তিনেক আগে খড়্গপুরের সালুয়া ইএফআর হেডকোয়ার্টারেই করোনা সংক্রমিত হয়ে মেদিনীপুর শহর লাগোয়া কোভিড হাসপাতালে ভর্তি হয় ২৩ জন ইএফআর জওয়ান। রবিবার প্রত্যেকের করোনা রিপোর্ট নেগেটিভ আসার পরেই তাদের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। সেইমত সোমবার সকালেই তাদের ছুটি দেওয়া হয় হাসপাতাল থেকে। ছুটির সময় তাদের হাতে ফুল, চকলেট দিয়ে সম্বর্ধনা দেয় জেলার অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ, ডিএসপি সব্যসাচী সেনগুপ্ত, মেদিনীপুর কোতোয়ালী থানার দায়ীত্বপ্রাপ্ত আধিকারিক পার্থসারথী পাল সহ জেলার অন্যান্য পুলিশ আধিকারিকরা। করোনা যুদ্ধ জয় করে বাড়ি ফিরতে পেরে খুশি ইএফআর জওয়ানরা।
করোনা যুদ্ধ জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরল ২৩ জন ইএফআর জওয়ান
সোমবার,২০/০৭/২০২০
745