করোনাভাইরাসের সংক্রমণের শৃঙ্খল ভাঙতে সপ্তাহে দু’দিন সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত


সোমবার,২০/০৭/২০২০
781

সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠক করেন। আর এই বৈঠক থেকে নিলেন কঠোর সিদ্ধান্ত। করোনাভাইরাসের সংক্রমণের শৃঙ্খল ভাঙতে সপ্তাহে দু’দিন সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হল। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তের কথা ঘোষনা করলেন। স্বরাষ্ট্র সচিব বলেন, ‘এবার থেকে রাজ্যে সপ্তাহে দু’দিন করে লকডাউন থাকবে।

চলতি সপ্তাহে বৃহস্পতিবার এবং শনিবার পুরোপুরি লকডাউন থাকবে। সব অফিস যাতে বন্ধ বন্ধ থাকে, সেজন্য আগে থেকেই দিন ঘোষণা করা হল।’ প্রতি সপ্তাহে যে নির্দিষ্ট এই দিনগুলিতেই লকডাউন হবে তা নয়। প্রতি সপ্তাহে সোমবার বৈঠকের পর লকডাউন এর দিন ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আলাপনবাবু।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট