পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৭২৬ জন সুস্থ হয়েছেন ৪৪৪ জন চিকিৎসাধীন ২৭০জন মারা গিয়েছে ১২ জন


সোমবার,২০/০৭/২০২০
1034

পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলায় সোমবার পর্যন্ত করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন ৭২৬ জন, তার মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়েছেন ৪৪৪ জন, বর্তমানে ২৭০জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং মারা গিয়েছে ১২ জন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর সূত্রে এই তথ্য জানা যায় । উল্লেখ করা যায় যে পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা ক্রমশঃ বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক ব্লকের ও ও কেশিয়াড়ী ব্লকের বিডিও করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে ।

তাই পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে ও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জেলার সর্বস্তরের মানুষকে করোনা নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার জন্য সামাজিক দূরত্ব মেনে চলার ও মুখে মাস্ক ব্যবহার করার আবেদন জানানো হয়েছে। যেভাবে করোনা সংক্রমণে আক্রান্ত এর সংখ্যা বেড়েই চলছে তাতে পশ্চিম মেদিনীপুরে ক্রমশ করোনার আতংক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ঘাটাল মেদিনীপুর খড়গপুর কেশিয়াড়ি এলাকায় করোনা সংক্রমণে আক্রান্ত এর সন্ধান ক্রমশ বেড়েই চলছে। তাই পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সমস্ত রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট