বাংলাদেশে স্থবিরতা কাটল ক্রিকেটের

ডেস্ক রিপোর্ট, ঢাকা: করোনাভাইরাস শিকল পড়িয়ে রেখেছিল ক্রিকেটারদেরও। খেলা, অনুশীলন সব থেকে দূরে ছিলেন সবাই। ঘরেই ফিটনেস ট্রেনিং ছিল কেবল ভরসা। তবে মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুনরা মাঠে ফিরলেন ১৯ জুলাই রবিবার। শুরু করে দিলেন ব্যক্তিগত অনুশীলন। করোনাকে হারিয়ে স্বাভাবিক জীবনে যে ফিরতেই হবে একদিন! দেশের শীর্ষ ক্রিকেটারদের বেশ কজন চারটি ভেন্যুতে ব্যক্তিগত অনুশীলন শুরু করলেন। করোনার কারণে দীর্ঘ বিরতির পর মাঠে ফিরে বেশিরভাগই ফিটনেস অনুশীলন করেছেন এদিন। কেউ কেউ নেটে বোলিং মেশিনে সেরেছেন ব্যাটিং প্র্যাকটিস। জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম, মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন এবং পেসার শফিউল ইসলাম মিরপুরে বিসিবির একাডেমি মাঠে অনুশীলন সারেন। পেসার খালেদ আহমেদ ও স্পিনার নাসুম আহমেদ সিলেটে অনুশীলন করেছেন।

অন্যদিকে নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ ও মেহেদী হাসান অনুশীলন করেছেন খুলনায়। চট্টগ্রামে অফ স্পিনার নাঈম হাসানের অনুশীলন করার কথা থাকলেও বৃষ্টির কারণে করতে পারেননি তিনি। মিরপুরে মুশফিক, মিঠুন, শফিউলরা অনুশীলন করেন সকালে। আগে থেকেই বিসিবির তৈরি করে দেওয়া সূচিতে সবাই পৃথকভাবে অনুশীলন করেছেন। মুশফিক যেমন সাড়ে ৮টা থেকে ৩০ মিনিট রানিং করেছেন। এক ঘণ্টা বিশ্রাম নিয়ে ১০টায় যান নেটে। টানা এক ঘণ্টা তিনি বোলিং মেশিনে অনুশীলন করেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। দীর্ঘ চার মাস পর মাঠে ফেরার দিনে একটা পরিচিত দৃশ্যও দেখা মিলে। মুশফিক এদিনও মাঠে এসেছিলেন নির্ধারিত সময়ের বেশি আগে। মুশফিকের আগে মিঠুন ৯টা থেকে এক ঘণ্টা ব্যাটিং অনুশীলন করেছেন নেটে। এরপর রানিং করেন। ১১টা থেকে ৩০ মিনিট রানিং করেন পেসার শফিউল ইসলাম। অনুশীলন করতে চাওয়া ৯ ক্রিকেটারকে ২৬ জুলাই পর্যন্ত রুটিন করে দিয়েছে বিসিবি। সেই অনুযায়ী স্বাস্থ্য সুরক্ষা বজায় রেখে অনুশীলন করবেন তারা। ঢাকায় যারা অনুশীলন করছেন তারাই শুরু ফিটনেস অনুশীলনের সঙ্গে নেটে ব্যাটিং প্র্যাকটিসের সুযোগ পাচ্ছেন। ঢাকার বাইরের তিন ভেন্যুতে ক্রিকেটাররা শুধু ফিনটেস ট্রেনিং করবেন। ক্রিকেটারদের এই ট্রেনিং কার্যক্রম হয়তো ঈদের পর বাড়ানো হতে পারে।

admin

Share
Published by
admin

Recent Posts

দক্ষিণেশ্বরের পর কালীঘাট! নববর্ষের প্রাক্কালে স্কাইওয়াক উপহার, কালীঘাটে মুখ্যমন্ত্রীর বার্তা — “ধর্ম যাঁর যাঁর, উৎসব সবার”

কলকাতা, ১৪ এপ্রিল ২০২৫:নববর্ষের আগের দিনেই শহরবাসীকে বিশেষ উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণেশ্বরের পর…

3 days ago

নিজের রাজ্যেই উদ্বাস্তু! মুর্শিদাবাদের ভয়াবহ ঘটনায় নিঃস্ব একাধিক পরিবার

মুর্শিদাবাদ, ১৫ এপ্রিল ২০২৫:এক কাপড়ে বাড়ি ছাড়তে হয়েছে। ভাত বসিয়েই কেউ দৌড়েছেন প্রাণ বাঁচাতে। রাতারাতি…

3 days ago

নববর্ষের সকালে পথে শুভেন্দু, চৈতন্য মহাপ্রভুর মন্দির থেকে বর্গভীমা মন্দির পর্যন্ত শোভাযাত্রা

নন্দীগ্রাম, ১৫ এপ্রিল ২০২৫: বাংলা নববর্ষের সকালেই ধর্মীয় এবং সাংস্কৃতিক আবহে পথে নামলেন রাজ্যের বিরোধী…

3 days ago

“আইন কখনও নিজের হাতে তুলে নেবেন না” — কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ১৫ এপ্রিল ২০২৫: রাজ্যের একের পর এক অশান্ত ঘটনা— মুর্শিদাবাদ, ভাঙড় — সব মিলিয়ে…

3 days ago

মুর্শিদাবাদের পর ভাঙড়েও অশান্তির আগুন, গ্রেফতার ৮ জন

ভাঙড়: মুর্শিদাবাদে ঘটনার আঁচ না মিটতেই এবার উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। এলাকায়…

3 days ago

মুর্শিদাবাদকাণ্ডে পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে, দায়ি রাজ্য সরকার: অধীর চৌধুরী

মুর্শিদাবাদ: সম্প্রতি ঘটে যাওয়া মুর্শিদাবাদকাণ্ডে রাজ্য প্রশাসনকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।…

3 days ago