বিজেপিকে অনুকরণ করে বাকিরা, ২১ জুলাইয়ের ভার্চুয়াল সভা প্রসঙ্গে ঝাড়গ্রামে বললেন দিলীপ ঘোষ


শনিবার,১৮/০৭/২০২০
775

ঝাড়গ্রাম:- লকডাউনে এ ৯০০টি ভিডিও কনফারেন্স করেছি, ৭টি বড় ভার্চুয়াল সভা হয়েছে, মানুষের সেবা করেছি বলে শুক্রবার ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম পৌরসভার রঘুনাথপুরে বিজেপির জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বলেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন মানুষের ক্ষতি হোক আমরা চাইনা তাই ঘরের মধ্যে থেকে ভিডিও কনফারেন্স করেছি মানুষের সেবা করার জন্য যা যা প্রয়োজন তাই করেছি।দিলীপ ঘোষ বলেন ভার্চুয়াল সভা আগেই বিজেপি করেছে এখন তৃণমূল ভার্চুয়াল সভা করবে। উনাকে বুঝাবার লোকের অভাব রয়েছে, যাইহোক দেরিতে হলে উনি বুঝেছেন।তিনি সাংবাদিক সন্মেলন করে বলেন, তৃণমূলের এই সরকার যতদিন থাকবে বাংলায় জীবনহানি ঘটবে। বাংলার সংস্কৃতি নষ্ট হবে, আইন শৃঙ্খলা শুরু করে নৈতিকতা নষ্ট হয়ে যাচ্ছে। চারিদিকে হিংসায় ছেয়ে গেছে। বিজেপি বিভাজনের রাজনীতি করে না বলেও তিনি জানিয়েদেন। আমাদের সাংসদকে উন্নয়নের কাজ করতে দেওয়া হচ্ছে না। প্রশাসনের উচিৎ নিরপেক্ষ থাকা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট