শালবনিতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান ৫০০জন


শনিবার,১৮/০৭/২০২০
792

পশ্চিম মেদিনীপুর:– কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো র উদ্যোগে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শালবনি ব্লকের ৫নম্বর লালগেড়িয়া অঞ্চলের জয়পুরে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় । ওই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি অজিত মাইতিও জেলা পরিষদের সদস্য অঞ্জনা মাহাতো, তৃণমূল কংগ্রেসের নেতা গোপাল সাহা,সুজয় হাজরা সহ আরো অনেকে ।ওই প্রতিবাদ সভায় লালগেড়িয়া অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে বিজেপির ৫০০জন কর্মী ও সমর্থক প্রতিবাদ সভায় এসে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি,বিধায়ক শ্রীকান্ত মাহাতো সহ সভায় উপস্থিত তৃণমূল কংগ্রেসের নেতারা। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সকলের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন আগামীদিনে পশ্চিম মেদিনীপুর জেলায় বিজেপি বলে কোন কিছুই থাকবে না। আগামী দিনে আরও বহু মানুষ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে এবং পশ্চিম মেদিনীপুর জেলার১৫ টিবিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিপুল ভোটে নির্বাচিত হবেন। তিনি আরো বলেন যারা তৃণমূলে যোগদান করলেন তাদেরকে দলে যোগ্য সম্মান দেওয়া হবে এবং তারা দলের হয়ে এখন থেকে কাজ করবেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট