কনটেইনমেন্ট জোন ঘোষণা হওয়ার পর শুক্রবার পুরো বেলদা বাজার এলাকার সব দোকান প্রায় সম্পূর্ণভাবে বন্ধ


শনিবার,১৮/০৭/২০২০
652

পশ্চিম মেদিনীপুর:– গতকাল বেলদার নন্দ মার্কেট কনটেইনমেন্ট জোন ঘোষণা হওয়ার পর শুক্রবার পুরো বেলদা বাজার এলাকার সব দোকান প্রায় সম্পূর্ণভাবে বন্ধ।দুয়েকটি দোকান খোলা থাকলেও দেখানি খদ্দেরের ।নেই কোনো যানজটও। যেমনটা দেখাগিয়েছিল করোনা আবহের প্রথমদিকে লকডাউন ঘোষণার পরে।যদিও করানা আবহ দেশে নির্মূল হওয়ার আগেই লকডাউন উঠে যায়।গৃহবন্দি মানুষেরা স্বস্তির নিঃশ্বাস ফেলে পুরনো ছন্দে রাস্তায বেরন।সময় কিছুটা গড়াতে নারায়ণগড় ব্লক তথা বেলদা এলাকাতে বেশ কিছু জনের করোনা পজিটিভ রিপোর্ট সামনে আসে।পুরানো ফর্মে শুরু হয় প্রশাসনের আবার নতুন করে কার্যক্রম।মাস্ক বিহীন লোকেদের ধরা।আক্রান্ত এলাকা গুলিতে স্যানিটাইজা এর ব্যবস্থা করে কনটেইনমেন্ট জোন ঘোষণা করা।এবং মানুষকে সতর্কীকরণে বিভিন্ন পন্থা অবলম্বন করা।যদিও প্রশাসনের বেশকিছু জন এর মধ্যে আক্রান্ত হয়েছেন।তবে বর্তমান সতর্কীকরণ হিসাবে আক্রান্তদের সংস্পর্শে আসা অন্যান্য সহকর্মীরা কোয়ারেন্টাইনে রয়েছেন।আর বেশ কিছু জন নেমেছেন রাস্তায় মানুষকে সতর্ক করতে এলাকার সুস্থতা বজায় রাখতে।তবে অনেক সচেতন মানুষের মতে এই মধ্যিখানের কিছুটা সময় যদি মানুষ আরেকটু সচেতন থাকতো বা প্রশাসন তার নিজ ভূমিকা সঠিকভাবে পালন করতো তাহলে হয়তো এতটা সংক্রমণ ছড়িয়ে পড়তো না।যদিও এলাকাতে গ্রুপ সংক্রমণ ঘটেছে কিনা এখন তা সংশয় এর বিষয়।তবে মানুষের সতর্কতা যে করোনা রোধে একমাত্র রাস্তা, তা আর একবার বুঝিয়ে দিল করোনা আবহ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট