ঝাড়গ্রাম:- ঝাড়গ্রামে মর্নিং ওয়াক করার সময় চায়ে পে চর্চায় বসলেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ। শনিবার সকালে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম পুরসভার পাঁচ মাথার মোড়ে কেনেডির চা দোকানে সাংসদ জ্যোতির্ময় মাহাতো, সাংসদ কুনার হেমব্রম কে নিয়ে চায় পে চর্চায় বসলেন বিজেপির রাজ্য সভাপতি মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন ২৬ হাজার ক্লাব কে ১ লক্ষ করে টাকা দিয়েছে রাজ্য সরকার। এই সময় ক্লাব গুলি কিছু করুক ।’সাধারণ মানুষ করোনা নিয়ে এওখন সচেতন হয়নি তাই সাধারণ মানুষকে করোনা নিয়ে সচেতন করা প্রয়োজন।’যেখানে করোনা হাসপাতাল, কোয়ারেন্টাইন সেন্টার করা হবে সেই এলাকাগুলি নিয়ন্ত্রিত করতে হবে। সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে কিন্তু রাজ্যে তা মানা হয়নি।’
ঝাড়গ্রামে চায়ে পে চর্চায় বিজেপির রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ
শনিবার,১৮/০৭/২০২০
733