ঝাড়গ্রাম:-ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় রেললাইনে টহলদারি শুরু করল সিআরপিএফ। এদিন সকালে দক্ষিণ-পূর্ব রেলের ঝাড়গ্রাম-ঘাটশিলা ও ঝাড়গ্রাম-খড়গপুর লাইনে টহল দেন সিআরপিএফের ১৮৪ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা। এদিন বিকেলে সিআরপিএফের ২৩২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা জামনী ব্লকের টাডিয়া, দরখুলি, কাশিয়ায় রুটমার্চ করেন। সম্প্রতি, জেলার ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকাগুলিতে সিআরপিএফ ও পুলিসের টহলদারি বেড়েছে। গােয়েন্দা সূত্রে খবর, ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় মাওবাদীদের আনাগোনা বেড়েছে। এমনকী মাওবাদীরা নতুন কৌশল করে মিটিং করছে। সেই রিপাের্ট গােয়েন্দাদের কাছে পৌছেছে। তাই এরাজ্যের পুলিসকে সতর্ক করেছে গোয়েন্দা দপ্তর। সম্প্রতি, রাজ্য পুলিসের আইজি জেলায় এসে এক উচ্চ পর্যায়ের মিটিং করে গিয়েছেন।
ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় রেললাইনে টহলদারি শুরু করল সিআরপিএফ
শুক্রবার,১৭/০৭/২০২০
615