পশ্চিম মেদিনীপুর:- আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত ৫ জন, ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার পিয়ারডাঙ্গা গ্রামে,স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায় বৃহস্পতিবার গভীর রাতে পিয়ারডাঙ্গা গ্রামের বাসিন্দা শেখ বাসার আলীর বাড়িতে হঠাৎ রান্নার গ্যাসে আগুন দেখতে পায় স্থানীয়রা, দ্রুত আগুন ভয়াবহ আকার ধারণ করে। রাত্রি হওয়ার কারণে সেই সময় ঘুমিয়েছিল বাড়ির মধ্যে ছোট্ট ছোট্ট শিশুরা, তাদেখে পরিবারের সদস্যদের সাথে স্থানীয়দের প্রচেষ্টায় বাচ্চাদের বাড়ি থেকে বার করতে সক্ষম হয়, আর সেই সময় অগ্নিদগ্ধ হয় স্থানীয় এক যুবক সহ ওই পরিবারের চার সদস্য গুরুতর আহত হয়, রাতেই স্থানীয়দের চেষ্টায় আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে আনা হয় চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল। দীর্ঘক্ষণের চেষ্টায় স্থানীয়দের উদ্যোগে আগুন নেভানো সম্ভব হয়। স্থানীয়দের প্রাথমিক অনুমান রান্নার গ্যাস লিক করার কারণে হয়তো এই আগুন। অন্যদিকে এই ঘটনায় যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।
পশ্চিম মেদিনীপুর জেলার পিয়ারডাঙ্গা গ্রামে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত ৫ জন
শুক্রবার,১৭/০৭/২০২০
756