কলকাতা : করোনায় আক্রান্ত মানুষদের চিকিৎসা সহ অন্যান্য রোগে আক্রান্ত মানুষের সুচিকিৎসা এবং পাশাপাশি আম্ফানে ক্ষতিগ্রস্তদের টাকা যারা আত্মসাৎ করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি নিয়ে বৃহস্পতিবার বিধানসভার গেটের বাইরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল বাম কংগ্রেস পরিষদীয় দল। কিন্তু বিধানসভার এক কর্মী করোনায় আক্রান্ত হওয়ার কারণে এই কর্মসূচি আপাতত স্থগিত রাখা হয়েছে। বৃহস্পতিবার বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেন তারা এই কর্মসূচি আপাতত স্থগিত রেখেছে। কিন্তু যে দাবি নিয়ে তারা এই কর্মসূচির ডাক দিয়েছিল সেই দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তারা রাজ্য সরকারের কাছে দাবি করছে অবিলম্বে করোনায় আক্রান্ত ও অন্যান্য রোগে আক্রান্ত মানুষের চিকিৎসার সবরকম বন্দোবস্ত করুক সরকার এবং যারা আম্ফানের টাকা নয়ছয় করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক।
মুখ্যমন্ত্রী কে আবারো হুঁশিয়ারি দিলেন মান্নান
শুক্রবার,১৭/০৭/২০২০
832