আলিপুর চিড়িয়াখানায় জন্ম নিয়েছে ১১টি হলুদ অ্যানাকোন্ডা সাপের বাচ্চা


শুক্রবার,১৭/০৭/২০২০
2217

কলকাতা : আলিপুর চিড়িয়াখানায় জন্ম নিয়েছে ১১টি হলুদ অ্যানাকোন্ডা সাপের বাচ্চা। তারা প্রত্যেকেই সুস্থ আছে। আলিপুর চিড়িয়াখানায় এর আগে অন্যান্য সাপের বাচ্চা হলেও অ্যানাকোন্ডার ক্ষেত্রে এ বারই প্রথম। এই রাজ্যের অন্য কোনও চিড়িয়াখানাতেও আগে কখনও অ্যানাকোন্ডার বাচ্চা হয়নি২০১৯ সালের জুন মাসে চেন্নাইয়ের সর্প উদ্যান থেকে দু’জোড়া হলুদ অ্যানাকোন্ডা সাপ নিয়ে আসা হয়েছিল। সে সময়ে চিড়িয়াখানায় কাচের ঘেরাটোপে জল, পাথর, গাছপালা দিয়ে তাদের জন্য প্রাকৃতিক পরিবেশ তৈরি করা হয়। সেখানেই এক জোড়া সাপ স্বাভাবিক মিলনের মাধ্যমে ছানাদের জন্ম দিয়েছে।ভবিষ্যতে এই সাপের বিনিময়ে অন্যান্য চিড়িয়াখানা থেকে নতুন কোনও জীবজন্তুও আনা হতে পারে। কয়েকটি সাপ জঙ্গলমহল বা উত্তরবঙ্গের চিড়িয়াখানাতেও পাঠানো হতে পারে।

হলুদ অ্যানাকোন্ডা বিশ্বের দীর্ঘতম সাপগুলির অন্যতম। তবে এরা নির্বিষ। সাধারণত, লাতিন আমেরিকার দক্ষিণ প্রান্তে এদের বেশি পাওয়া যায়। আকারে গড়ে ১১ থেকে ১৫ ফুট হতে পারে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট