পশ্চিম মেদিনীপুর:– ফিজিক্সের ওপর রিসার্চ করতে চায় মাধ্যমিকে রাজ্যের অষ্টম স্থানাধীকারি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ১ নং ভবানীপুর অঞ্চলের বাসিন্দা শুভঙ্কর মাইতি। তার প্রাপ্ত নম্বর ৬৮৫।পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর বিবেকানন্দ হাইস্কুলের ছাত্র সে।বাবা পেশায় আয়ুর্বেদ চিকিৎসক। ছেলের যা ইচ্ছে তাতেই সহমত বাবার। বা এবং মা এবং শুভঙ্কর নিজেই স্কুল এবং টিউশনের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে এই ফলাফলের জন্য। মাত্র ৬ ঘন্টা পড়াশুনো করতো শুভঙ্কর।
ফিজিক্সের ওপর রিসার্চ করতে চায় রাজ্যের অষ্টম স্থানাধীকারি শুভঙ্কর মাইতি
বুধবার,১৫/০৭/২০২০
797