সিনগ টুডুর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বাইক রেলি ও বিনপুর থানা ঘেরাও ভারত জাকাত মাঝি পারগানা মহল এর


বুধবার,১৫/০৭/২০২০
747

ঝাড়গ্রাম:-সিনগ টুটুর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ভারত জাকাত মাঝি পারগানা মহল এর শিলদা মুলক এর পক্ষ থেকে মঙ্গলবার ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি পর্যন্ত বাইক রেলি করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বাইকরেলিতে ৫০০ টি বাইক নিয়ে সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করে। বিনপুর থানার রাজকুসুম গ্রামে সিনগ টুডু কে খুন করা হয় বলে অভিযোগ।

ইংরেজী ০২/০৭/২০ তারিখে বিনপুর থানার রাজকুমা গ্রামে বিয়ে বাড়ির সিন্দুর দান অনুষ্ঠানে লাঠি, টাঙ্গি ও আগেয়া সহ হামলা করা হয়। সিনগ টুড় সহ ছয় জন আহত হয়, রাজকুসমা গ্রাম ঘেরাও করে বাইরে থেকে গ্রামকে বিচ্ছিন্ন করে রাখে। পুলিশের সাহায্যে আহতরা হাসপাতালে ভর্তি হয়। সিনগ টুড় হাসপাতালে মারা যাওয়ার পর ঘেরাওকারীরা গ্রাম ছেড়ে পালিয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় সমাজের জমন্যতম অপরাধ সত্বেও দোষীদের আজ পর্যান্ত গ্রেপ্তার করে নাই। তাই এলার শাস্তি শৃঙ্খলা রক্ষার্থে দোষীদের গ্রেফতারের দাবিতে ভারত জাকাত মাঝি পারগানা মহল এর শিলদা মুলক এর পক্ষ থেকে বাইক রেলি ও বিনপুর থানা ঘেরাও।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট