উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ এর বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তোলপাড়। শুধু রাজ্যেই নয়, এই ইস্যুকে কেন্দ্রীয় স্তরে নিয়ে গেল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। মঙ্গলবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে বিজেপির একটি প্রতিনিধিদল স্মারকলিপি জমা দেন। এই প্রতিনিধি দলে ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, পশ্চিমবঙ্গের অবজারভার অরবিন্দ মেনন, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, দলীয় সাংসদ স্বপন দাশগুপ্ত, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত। ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে এই অস্বাভাবিক মৃত্যুকে খুন বলে দাবি করা হয়েছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই খুনের ঘটনায় জড়িত বলে অভিযোগ করা হয়েছে বিজেপির তরফ থেকে। এই ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি নেতারা। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বিজেপির প্রতিনিধিদল পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে বলে অভিযোগ করেন। দেবেন্দ্রনাথ রায়ের এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানান তাঁরা। কৈলাস বিজয়বর্গীয় অভিযোগ করে বলেন পশ্চিমবঙ্গ অরাজক রাজ্যে পরিণত হয়েছে।
বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে বিজেপির একটি প্রতিনিধিদল
মঙ্গলবার,১৪/০৭/২০২০
786