পশ্চিম মেদিনীপুর:- মণিদহ অঞ্চল তৃনমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রর সরকার এর পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি , রেল সহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারী করন , সমবায় ব্যাংকগুলোকে ধ্বংস করার পরিকল্পনা এবং নো এন আর সি, নো সি এ এ , এই রকম একগুচ্ছ কেন্দ্রীয় সরকারের জনস্বার্থবিরোধী কার্যকলাপ নিয়ে আজ পথে নেমে প্রতিবাদ আন্দোলন এ সামিল হয়েছে মণিদহ অঞ্চল তৃনমূল কংগ্রেস। সাথে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জনগণ এর জন্য কি কি উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে তার প্রচার করা হয়। উপস্থিত ছিলেনমেদিনীপুর সদর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ দে। মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শ্রাবনী মন্ডল, তৃণমূল কংগ্রেস সভাপতি অঞ্জন কুমার বেরা। স্থান – এনায়েতপুর।মনিদহ অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ এর সামনে।
কেন্দ্রীয় সরকারের জনস্বার্থবিরোধী কার্যকলাপ নিয়ে আজ পথে তৃনমূল কংগ্রেস
রবিবার,১২/০৭/২০২০
559