বাইকে মামা বাড়ি যাওয়ার পথে কেঠা নদীর ব্রিজে পথদূর্ঘটনায় দুই বাইক আরোহী, পড়ে যায় নদীতে


রবিবার,১২/০৭/২০২০
530

পশ্চিম মেদিনীপুর:- বাইকে মামা বাড়ি যাওয়ার পথে কেঠা নদীর ব্রিজে পথদূর্ঘটনায় দুই বাইক আরোহী পড়ে যায় নদীতে।ঘটনায় একজন উদ্ধার হলেও নিখোঁজ ভাগ্নে।সম্ভবত নদীর জলে পড়ে তলিয়ে যাওয়ার আশঙ্কা করেই তল্লাশির জন্য প্রশাসনের তরফে ঘটনাস্থলে নামানো হয়েছে এনডিআরএফ টিম।ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ক্ষীরপাই কেঠার ব্রিজের ঘটনা।গতকাল রাত ১১ টা নাগাদ ঘাটাল থানার নতুনক গ্রামের মাসি বাড়ি থেকে চন্দ্রকোনা থানার বালা গ্রামের মামা বাড়ি ফিরছিলো মামা রাখাল বাগাল(২৪) ও ভাগ্নে কার্তিক খান(১৮)।মামার সাথে বালা গ্রামে মামার বাড়ি ফিরছিল বাইকে দুজনে।ভাগ্নের বাড়ি দাসপুর থানার নাড়াজোল দুবরাজপুরে।বাইক চালাচ্ছিল ভাগ্নে কার্তিক খাঁন।ক্ষীরপাই কেটা নদীর ব্রিজের গার্ডওয়ালে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে জলে পড়ে যায় দুজনেই।মামা রাখাল বাগাল কোনওক্রমে জল থেকে উঠে পড়লেও ভাগ্নে কার্তিক খাঁন জলে তলিয়ে যাওয়ার আশঙ্কা পরিবারের লোকজনের।গতকাল রাতে চন্দ্রকোনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়।মামা রাখাল বাগালকে ভর্তি করা হয় ঘাটাল হাসপাতালে,উদ্ধার হয়েছে বাইকটি।রবিবার সকালে ভাগ্নে কার্তিকের খোঁজে কেটা নদীতে নামানো হয় এনডিআরএফ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট