জুম অ্যাপের বিকল্প দৃষ্টি অ্যাপ উপহার দিল ঘাটালের ১৬ বছরের কিশোর অর্ণব মোদক


শুক্রবার,১০/০৭/২০২০
8714

পশ্চিম মেদিনীপুর:- ঘাটালের ১৬ বছরের কিশোর অর্ণব মোদক চীনা ভিডিও কনফারেন্সিং অ্যাপ “জুম” এর বিকল্প উপহার দিল সারা দেশকে। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের রাধানগর এলাকার ১৬ বছরের কিশোর অর্ণব মোদক বিস্ময় সৃষ্টি করে, লকডাউন চলাকালীন মাত্র দেড় মাসের মধ্যে সৃষ্টি করলো তার স্বপ্নের “দৃষ্টি” । ঘাটালের জলসরা উচ্চ বিদ্যালয় থেকে এ বছরই মাধ্যমিক দেওয়া এই ছাত্র, যে ভিডিও কনফারেন্সিং অ্যাপটি তৈরি করল, তার নাম “দৃষ্টি”।

অর্ণব বলল, “বৃহস্পতিবার প্লে স্টোরে ছাড়পত্র মিলেছে। এটির জুম অ্যাপের বিকল্প হিসেবে তৈরি করেছি। তবে এটি অনেক বেশি নিরাপত্তা বজায় রাখবে। স্ক্রীনশট বা স্ক্রিন রেকর্ডিং করা যাবে না। একসাথে ১০০ জন ভিডিও কনফারেন্সিং এ কথা বলতে পারবে। মূলত, ছাত্র-ছাত্রীদের জন্য এবং বাণিজ্যিক জগত (কর্পোরেট ওয়ার্ল্ড) এর জন্য এই অ্যাপটি তৈরি করেছি। আপনারা ইতিমধ্যে প্লে স্টোর থেকে এটি ডাউনলোড করতে পারবেন; Arnab Modak Dristi লিখে সার্চ করতে পারেন।

বিজ্ঞাপন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট