ঝাড়গ্রাম:- ২১ শে জুলাই এর ভার্চুয়্যাল সভার সমর্থনে গ্রামে গ্রামে চলছে দেওয়াল লিখন । করোনা পরিস্থিতির জন্য ২১ শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের সভা হচ্ছে না । তার পরিবর্তে ভার্চুয়্যাল সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় । শুক্রবার এই ভার্চুয়্যাল সভার সমর্থনে ঝাড়গ্রাম ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েতের রাধানগর গ্রামে দেওয়াল লিখন করছে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা ।ঝাড়গ্রাম শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে তৃণমূলের শহীদ দিবস ২১ শে জুলাই এর ভার্চুয়্যাল সভার সমর্থনে দেয়াল লিখন করলেন ঝাড়গ্রাম শহর যুব তৃনমূলের সভাপতি অজিত মাহাতো । দেয়াল লিখনের পাশাপাশি এলাকায় তৃণমূলের দলীয় পতাকা লাগানোর কাজ শুরু করেছে অজিত ।
২১ শে জুলাই এর ভার্চুয়্যাল সভার সমর্থনে গ্রামে গ্রামে চলছে দেওয়াল লিখন
শুক্রবার,১০/০৭/২০২০
1007