কো-অপারেটিভ ব্যাংক বন্ধের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ ঝাড়গ্রামে


শুক্রবার,১০/০৭/২০২০
622

ঝাড়গ্রাম:- বিজেপির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার কো-অপারেটিভ ব্যাঙ্কের আইন পরিবর্তনের মাধ্যমে দেশের কো-অপারেটিভ ব্যাঙ্ক ব্যাবস্থাকে ধ্বংস করতে চাইছে। এরই বিরুদ্ধে দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যে বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করছে তৃণমূল কংগ্রেস। কো অপারেটিভ ব্যাংক বন্ধের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর এলাকায় কো অপারেটিভ ব্যাংকের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভানেত্রী রেখা সরেন ,বিধায়ক সুকুমার হাঁসদা,ঝাড়গ্রাম পৌরসভার প্রাক্তন পৌরপিতা দূর্গেশ মল্লদেব সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ।

বিধায়ক সুকুমার হাঁসদা বলেন, গত ২৬ শে জুন বিজেপির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার একটি অর্ডার জারি করেছে যারফলে আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক ও রাজ্য কো-অপারেটিভ ব্যাঙ্কগুলির ক্ষমতা খর্ব করার প্রয়াস নেওয়া হয়েছে। এরই বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে তৃনমূল কংগ্রেস সারা রাজ্যজুড়ে আন্দোলনে নেমেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট