পশ্চিম মেদিনীপুর:- শালবনি বিধানসভার গরবেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডে কেন্দ্রীয় বিজেপি সরকারের কো-অপারেটিভ ও সমবায় ব্যাংক গুলো ভেঙে ফেলার চক্রান্ত প্রতিবাদে অবস্থান-বিক্ষোভ। অবস্থান-বিক্ষোভ , বিজেপির বিরুদ্ধে স্লোগান ও বক্তব্যের মাধ্যমে মাধ্যমে ঝড় তুললেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিমাই রতন ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি রাজীব ঘোষ, ব্লক তৃণমূল যুব কংগ্রেস কনভেনার সাগর মন্ডল, ব্লক যুব চেয়ারম্যান দেব কুমার দে, চিন্ময় সাহা, কৌশিক ঘোষ, বিনয় প্রসাদ, মইদুল খান, রমদায়াল পান্ডে, বিশ্বজিৎ সরকার , রাজিউন মোল্লা একাধিক নেতৃত্ব বর্গ।
কেন্দ্রীয় বিজেপি সরকারের কো-অপারেটিভ ও সমবায় ব্যাংক গুলো ভেঙে ফেলার চক্রান্ত প্রতিবাদে অবস্থান-বিক্ষোভ
শুক্রবার,১০/০৭/২০২০
651