ঝাড়গ্রাম জেলায় কন্টেনমেন্ট জোনের সংখ্যা শূন্য


বৃহস্পতিবার,০৯/০৭/২০২০
870

ঝাড়গ্রাম : বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে রাজ্যের কন্টেনমেন্ট জোনগুলিতে লকডাউন শুরু হয়েছে। কড়া লকডাউন চলবে অন্তত সাত দিন।পশ্চিমবঙ্গ সরকার জেলা ভিত্তিক যে কন্টেনমেন্ট জোনের তালিকা প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে ঝাড়গ্রাম জেলায় কন্টেনমেন্ট জোনের সংখ্যা শূন্য। ফলে এদিনের তালিকা অনুযায়ী ঝাড়গ্রাম জেলার কোথাও লকডাউন কার্যকর হচ্ছে না। কন্টেনমেন্ট জোনের সংখ্যা বাড়া-কমা নির্ভর করে সংক্রমণ কতটা ছড়াচ্ছে তার উপর। যদি এই জেলায় নির্দিষ্ট কোনও এলাকায় একাধিক মানুষের মধ্যে নতুন করে করোনা সংক্রমণের হদিশ মেলে, তাহলে সংশ্লিষ্ট জেলা প্রশাসন সেই এলাকাকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করে লকডাউন শুরু করতে পারে।

ঝাড়গ্রামে করোনা অ্যাকটিভ রোগী রয়েছেন ৬। ঝাড়গ্রাম মাঝে করোনা শূন্য হয়ে গিয়েছিল। টানা কয়েক সপ্তাহ জঙ্গলমহলের এই জেলায় নতুন সংক্রামিতের হদিশ মেলেনি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট