পশ্চিম মেদিনীপুর:-অবৈধ সম্পর্কের জেরে প্রেমিকযুগলের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য,ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার মালবান্দি গ্রামে, পুলিশ সূত্রে জানা যায় মৃত যুবকের নাম গৌতম দাস বয়স আনুমানিক ২২ বছর,মৃত মহিলার নাম মালতি দাস,বয়স আনুমানিক ২৫ বছর,স্থানীয় সূত্রে জানা যায় বুধবার দুপুর নাগাদ মালবান্দির জঙ্গলে ওই দুই যুগলকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায় স্থানীয়রা,সাথে সাথে খবর দেয়া হয় গড়বেতা থানার পুলিশকে,ঘটনাস্থলে গড়বেতা থানার পুলিশ গিয়ে দুটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়,স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান অবৈধ সম্পর্কের জেরে আত্মঘাতী ওই দুই যুগল, যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গড়বেতা থানার পুলিশ,অন্যদিকে এই ঘটনায় যথেষ্ঠ শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।
অবৈধ সম্পর্কের জেরে প্রেমিকযুগলের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য
বৃহস্পতিবার,০৯/০৭/২০২০
805