কলকাতা : দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজ্যজুড়ে আন্দোলনে নেমেছে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার রাজ্যের সর্বত্র এই মিটিং মিছিল করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন তৃণমূলের নেতাকর্মীরা। গড়িয়াহাট মোড়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় নেতৃত্বে প্রতিবাদ মিছিল সংঘটিত হয়। সুব্রত মুখার্জি বলেন কেন্দ্রীয় সরকার প্রত্যেকটা জিনিসের দাম লাগামছাড়া বাড়িয়ে চলেছে। এর ফলে সাধারণ মানুষ চরম বিপাকে পড়ছেন। কেন্দ্রীয় সরকারের এই দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেস রাস্তায় রয়েছে বলে জানিয়েছেন সুব্রত বাবু। লকডাউন তৃণমূল রাজনীতির উদ্দেশ্য করছে বিজেপি রাজ্য সভাপতির এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এদিন সুব্রত মুখোপাধ্যায় বলেন মানুষের স্বার্থে তৃণমূল কাজ করে। আর সেজন্যই তৃণমূল পথে রয়েছে।
মানুষের স্বার্থেই পথে তৃণমূল: সুব্রত মুখোপাধ্যায়
বৃহস্পতিবার,০৯/০৭/২০২০
902