কঠোর লকডাউন এর সিদ্ধান্তকে ব্যঙ্গ করে আইএনটিইউসি সেবা দলের পক্ষ থেকে অভিনব প্রতিবাদ


বৃহস্পতিবার,০৯/০৭/২০২০
801

কন্টেইনমেন্ট জোন ও বাফার জোনে নতুন করে আরও কঠোর লকডাউন এর সিদ্ধান্তকে ব্যঙ্গ করে আইএনটিইউসি সেবা দলের পক্ষ থেকে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালিত হল। কর্মসূচির নাম দেওয়া হয়েছিল “সিচুয়েশন আন কন্ট্রোল বলো হরি বোল”এদিনের কর্মূচি থেকে আন্দোলনকারীরা শ্লোগান তোলে,এনি টাইম লক ডাউন এনি টাইম আন লক, দিদি মোদী ডু ইং সিওর,টিক টক টিক টক।এদিন তাঁরা প্রশ্ন তোলেন, লক-ই যদি করবে আবার খুললে কেন? করোনাকে এখন ভোটের ইস্যু করে সাজানো হচ্ছে বলে অভিযোগ তোলেন তারা।

আইএনটি ইউ সি সেবাদলের পক্ষ থেকে খোল করতাল গান শ্লোগান সহযোগে চাবিতালা প্রতীকী নিয়ে অভিনব প্রতিবাদ সংগঠিত হয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট