ঝাড়গ্রাম ব্লকের বরাশুলি গ্রামে তিনটি বাড়ি ভেঙে দিল হাতির দল


বুধবার,০৮/০৭/২০২০
527

ঝাড়গ্রাম :- গভীর রাতে ঝাড়গ্রাম ব্লকের বরাশুলি গ্রামে তিনটি বাড়ি ভেঙে দিল হাতির দল। বরাশুলির পাশে সাপ ধরা গ্রাম পঞ্চায়েতের কুণ্ডলডিহি গ্রামে একটি ধান গােডাউনেও হানা দেয় তারা। গোডাউনের দরজা ভেঙে ২০ বস্তা ধান খেয়ে ও ছড়িয়ে নষ্ট করে তিনটি হাতি। হাতির হানায় জেরবার হয়ে পড়েছেন ঝাড়গ্রাম ব্লকের একাধিক গ্রামের বাসিন্দা। তাঁদের অভিযােগ, সন্ধ্যা হলেই খাবারের সন্ধানে গ্রামে হাতির পাল হানা দিচ্ছে। বাড়ির দরজা-জানালা ভাঙছে। হাতির আতঙ্কে মানুষের রাতের ঘুম চলে গিয়েছে। জানা গিয়েছে, ওই দিন রাত সাড়ে ১১টা নাগাদ তিনটি হাতি প্রথমে কুণ্ডলডিহি গ্রামে এক ব্যক্তির ধানের গােডাউনে হানা দেয়। দরজা ভেঙে ধানের বস্তা তছনছ করে।

গোডাউন মালিক বিষয়টি বনদপ্তরকে জানিয়েছেন। ধান গোডাউনে হামলা চালানাের পর পাশেই বরাশুলি গ্রামে ঢোেকে তিনটি হাতি। সেখানে রবীন্দ্র মাহাত ও সুভদ্রা মাহাত নামে দুই ব্যক্তির বাড়ির একাংশ ভেঙে দেয়। তারপর চন্দনা মাহাত নামে এক মহিলার বাড়িও ভাঙে। চন্দনাদেবী বলেন, আমি বাড়িতে একাই থাকি। হাতির আওয়াজে ঘুম ভেঙে যায়। তারপর দেখি, হাতি দরজা ও ঘরের দেওয়াল ভাঙছে। গ্রামের লােকজন এসে হাতি তাড়ানােয় কোনও রকমে বেঁচে গিয়েছি। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই পুকুরিয়া বিটে তিনটি হাতি এলাকায় ঘুরছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট