ঝাড়গ্রাম :- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে পেট্রোল,ডিজেল সহ রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার জামবনী ব্লকের দুবড়া গ্রাম পঞ্চায়েতের বেলিয়া গ্রাম থেকে দুবড়া হয়ে গিধনী পর্যন্ত তৃণমূলের পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সাইকেল মিছিল করা হয় ঝাড়গ্রাম জেলা তৃনমুলের কোর কমেটির সদস্য প্রসুন সড়ঙ্গীর নেতৃত্বে ।এদিন কয়েকশো তৃনমুল সমর্থক এই সাইকেল মিছিলে পা মেলান।এছাড়াও নয়াগ্রাম ব্লকের দোল গ্রামে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল করে তৃণমূলের কর্মীরা ।এদিনের মিছিলে সাধারণ মানুষ থেকে শুরু করে গ্রামের মহিলারা স্বতঃস্ফূর্তভাবে মিছিলে অংশগ্রহণ করে ।
পেট্রোল,ডিজেল সহ রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামবনী ব্লকের দুবড়া গ্রামে তৃনমুলের সাইকেল মিছিল
সোমবার,০৬/০৭/২০২০
618