কলকাতা : পাখির চোখ ২০২১। করোনা পরিস্থিতিতে ধারবাহিক কর্মসূচি অনেকটাই ব্যাহত হয়েছে। এবার ২১ জুলাইকে সামনে রেখে সোমবার থেকেই ঝাঁপাচ্ছে রাজ্যের শাসক দল। যেহেতু বড় সমাবেশ করা যাবে না সেই কারনে বুথে বুথে কর্মসূচিতে জোর দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভাওয়াড়ি দলীয় নেতা কর্মীদের জন্য কর্মসূচি বেঁধে দিয়েছেন তিনি।
একনজরে দেখে নেওয়া যাক সোমবার থেকে ২১ জুলাই পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতা কর্মীদের জন্য কি কি কর্মসূচি বেঁধে দিলেন:
৬ জুলাই (সোমবার) পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বুথে বুথে মিছিল ও অবস্থান বিক্ষোভ
৭ জুলাই (মঙ্গলবার) রেলের বেসরকারি করনের প্রতিবাদে রেল স্টেশনে বিক্ষোভ অবস্থান
৮ জুলাই (বুধবার) রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দলীয় নেতা ও কর্মীদের পোস্টার নিজ নিজ বাড়ির সামনে অবস্থান
৯ জুলাই (বৃহস্পতিবার) কোল ইন্ডিয়া বেসরবারি করনের প্রতিবাদে বুথে বুথে মিছিল ও অবস্থান বিক্ষোভ।
১০ জুলাই (শুক্রবার) কো-অপারেটিভ ব্যাঙ্ক বন্ধ করে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ অবস্থান।
১১ জুলাই থেকে ১৩ জুলাই (শনিবার থেকে সোমবার) রাজ্য সরকারের জনমুখি প্রকল্পগুলি প্রচার বুথে বুথে।
২১ জুলাই (মঙ্গলবার) প্রতিটি বুথে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন। দলের কর্মীদের বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
লক্ষ্য নবান্নের কুর্সিতে আবারও ফিরে আসা। লক্ষ্য বিরোধীদের থেকে আগেভাগে প্রচারে এগিয়ে থাকা। লক্ষ্য সাধারণ মানুষের আস্থা অর্জন। আর সেই লক্ষ্যেই করোনা আবহের মধ্যেও কর্মসূচি রূপায়ণ। তৃণমূল সূত্রে খবর, ২১ শে শহীদ স্মরণের ভাষণ থেকে আবারও কর্মীদের জন্য ধারাবাহিক কর্মসূচি বেঁধে দিতে চলেছেন তৃণমূলনেত্রী।