বিজেপি এবং সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তিনশত কর্মী সমর্থক


রবিবার,০৫/০৭/২০২০
759

পশ্চিম মেদিনীপুর:- বিরোধী শিবিরে ভাঙন অব্যাহত! বিজেপি এবং সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তিনশত কর্মী সমর্থক। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে সবং ব্লকের অন্তর্গত ৯ নম্বর অঞ্চল বলপাই অঞ্চল এলাকায়। তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন সাংসদ মানস ভুঁইয়া। উপস্থিত ছিলেন সবং বিধানসভার বিধায়ক গীতা রানী ভুঁইয়া, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অমল পান্ডা, আবু কালাম বক্স সহ অন্যান্যরা।

আজ সবং ব্লকের নয় নম্বর বলপাই অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সবং ব্লকের নবনির্বাচিত তৃণমূল কংগ্রেসের সভাপতি অমল কুমার পান্ডা সংবর্ধনা সভায় অনুষ্ঠিত হয়েছিল ওই সংবর্ধনা সভায় গৌর হরি বেরা সুকুমার দাস কালিপদ বেরা সুধীর বেরা সহ প্রায় 300 জন বিজেপি সিপিএম থেকে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসের.

বিজ্ঞাপন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট