শহরবাসীর আতঙ্কিত হওয়ারই কথা – বিপজ্জনক ৮ ব্রিজ


শনিবার,০৪/০৭/২০২০
781

কলকাতা : বিশেষজ্ঞ কমিটির রিপোর্টে শহরবাসীর আতঙ্কিত হওয়ারই কথা। শহরের রাস্তায় দৈনন্দিন যাঁরা যাতায়াত করেন তাদের হার্টবিট হওয়ারই কথা। কারন শহরের আটটি গুরুত্বপূর্ণ ব্রিজের স্বাস্থ্য বেহাল ওই রিপোর্টে। অন্তত চারটি ব্রিজ রিপ্লেসমেন্ট করা জরুরি। বাকি গুলোর মেরামতি। শনিবার বিশেষজ্ঞ কমিটির রিপোর্টের এই তথ্য তুলে ধরলেন কলকাতা পুরসভার প্রশাসনিক বোর্ডের প্রধান ফিরহাদ হাকিম।

ব্রিজ গুলোর মধ্যে অন্যতম বাঘাযতীন সেতু, কালীঘাট ব্রিজ, উল্টোডাঙা ব্রিজ, চিংরিঘাটা, বিজন সেতু, ঢাকুরিয়া, শিয়ালদহ ও আলিপুর। ৫০ বছর পূর্ণ হয়েছে সেইসব ব্রিজের স্বাস্থ্য বেহাল বলেই রিপোর্টে উঠে এসেছে। এদিন ফিরহাদ হাকিম বলে, ধাপে ধাপে রিপ্লেসমেন্ট করা হবে। চিংড়িঘাটা ব্রিজ রিপ্লেসমেন্ট করে নতুন ব্রিজ নিউটাউন পর্যন্ত নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।

যে সব নির্মানকারী সংস্থার হাতে দ্বায়িত্ব ছিল ব্রিজ নির্মানে তাদের চুক্তি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছের প্রশাসনিক প্রধান। নিম্নমানের সামগ্রী ব্যাবহার করে থাকলে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট