টক টু মেয়র


শনিবার,০৪/০৭/২০২০
643

কলকাতা : শনিবার টক টু মেয়র অনুষ্ঠানে শহরবাসীর তরফ থেকে কলকাতা পুরসভার প্রশাসনিক প্রধানের উদ্দেশ্যে টেলিফোনে ধেয়ে এল একের পর এক গুগলি। স্ট্রেট ব্যাটে তার জবাবও দিলেন প্রশাসনিক প্রধান ফিরহাদ হাকিম। নাগরিকদের তরফ থেকে অধিকাংশ ক্ষেত্রেই উঠে এল প্রমোটারের দাদাগিড়ি কিংবা অবৈধ নির্মান। এধরনের অনিয়ম যে বরদাস্ত করা হবে না তা স্পষ্ট করে দিলেন ফিরহাদ সাহেব। পুরকর্তাদের তৎক্ষনাত নির্দেশ দিলেন নাগরিকের অধিকার ফিরিয়ে দেওয়ার।

প্রশাসনিক প্রধানের এই ভূমিকার জন্য টেলিফোনেই সাধুবাদ জানালেন সংশ্লিষ্ট ব্যাক্তিরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট