গাপ্পি মাছ ডেঙ্গি লড়াইয়ের সৈনিক


শনিবার,০৪/০৭/২০২০
639

কলকাতা: ডেঙ্গি রুখতে শহরের সব নালা নর্দমায় গাপ্পি মাছ ছাড়ার কথা আগেই ঘোষনা করেছিলেন কলকাতা পুরসভার প্রশাসনিক প্রধান ফিরহাদ হাকিম। বিদায়ী কাউন্সিলর বাপি ঘোষ শনিবার পুরসভার প্রশাসনিক প্রধানের হাতে তুলে দিলেন আড়াই লক্ষ গাপ্পি মাছের চারা। ডেঙ্গি মোকাবিলায় এই মাছই হতে চলেছে কলকাতা পুরসভার হাতিয়ির। করোনার পাশাপাশি ডেঙ্গি মোকাবিলাও এখন পুর কর্তাতের অগ্রাধিকারের তালিকায় রয়েছ। গাপ্পি মাছ গিলে নেয় মশার লার্ভা। এদিন বাপিবাবু নিজের হাতে কলকাতার নালা নর্দমায় গাপ্পি মাছ ছারেন। তাঁর দেওয়া এই মাছ পৌছে যাবে শহরে বিভিন্ন ওয়ার্ডে।

বাপি ঘোষ এদিন বলেন, ঘরের কাছেই উত্তর কলকাতার অতিপ্রাচীন সখের হাট। লকডাউন থেকে বন্ধ হাট। উৎপাদন বেশি বিক্রির চাহিদা নেই । নষ্ট হচ্ছে গাপ্পি। অভাব-অনটনে চলছে গাপ্পি বিক্রেতাদের সংসার। এখনো অবধি খোলেনি এই প্রাচীন হাট। তাঁদের কাছ থেকে আড়াই লক্ষ মাছ কিনে ব্যাবসায়ীদের পাশে দাঁড়ানো হল আবার শহরকে ডিঙ্গুর হাত থেকে বাঁচানোর পথও বের হল।

করোনা র সময় শহরের নালা নর্দমায় গার্ড দেবে ডেঙ্গির যম বাপির গাপ্পি রা। কিছুটা স্বস্তি ১০০ জন গাপ্পি মাছ বিক্রেতাদের সংসারেও।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট