সিটুর রাজভবন অভিযানের শুরুতেই গ্রেফতার


শুক্রবার,০৩/০৭/২০২০
723

কলকাতা : কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, শ্রম আইন স্থগিত ও সংশোধন, শ্রমিকদের ৮ ঘন্টার বেশি কাজ করানো, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র বেসরকারীকরন, লকডাউনের সময়ের বেতনের দাবীতে শুক্রবার রাজভবন অভিযান কর্মসূচি নিয়েছিল সিটু সহ বামপন্থী ট্রেড ইউনিয়ন গুলি। সঙ্গে ছিল আই এন টিইউসি-ও। তবে রানি রাসমনি রোড থেকে আন্দোলনকারীদের রাজভবনের দিকে দু’পাও এগোতে দিল না পুলিশ। সিটু নেতা অনাদি সাহুর নেতৃত্বে বাম ও কংগ্রেসের শ্রমিক কর্মচারিরা রানিরাসমনিতে পৌঁছানো মাত্রই পুলিশ ভ্যানে তুলে নেওয়া হয় তাঁদের। আন্দোলনকারীদের সঙ্গে এই নিয়ে পুলিশের ধস্তাধস্তিও বাধে। পরিস্থিতি গরম হয়ে ওঠে এই কর্মসূচিকে কেন্দ্র করে। পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করেন কংগ্রেস বিধায়ক অসিত মিত্র।
এদিনের কর্মসূচি থেকে পেট্রল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়েও প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট