ঝাড়গ্রাম:- নিয়ন্ত্রণ হারিয়ে স্টোনচিপ বোঝাই গাড়ি উল্টে গেলো রাস্তার ধারে। শুক্রবার ঘটনাটি ঘটে বিনপুর ১ ব্লকের দহিজুড়ি রাজ্য সড়কের ধারে। বাঁকুডা থেকে কেশিয়াডি যাওয়ার পথে ওভারলোড গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ঝাড়গ্রাম জেলার বিনপুর ১ ব্লকের দহিজুড়িএলাকায় রাজ্য সড়কের ধারে। স্থানীয় বাসিন্দারা জানান ওই গাড়ির হেল্পার শ্রীমন্ত রানা আহত হয়েছেন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
নিয়ন্ত্রণ হারিয়ে স্টোনচিপ গাড়ি উল্টে গেল রাস্তার ধারে
শুক্রবার,০৩/০৭/২০২০
600