কুয়েতে বলেন আমি নির্দোশ: বাংলাদেশী এমপি পাপুল

ডেস্ক রিপোর্ট, ঢাকা: নিজেকেনির্দোষদাবি করেছেন মানবপাচার, অবৈধ ভিসা বিক্রি, মানি লন্ডারিং ও ঘুষ লেনদেনে জড়িত অভিযোগ ওঠা বাংলাদেশের সংসদ সদস্য (এমপি) শহিদ ইসলাম পাপুল। কুয়েতে রিমান্ডে থাকা অবস্থায় পাবলিক প্রসিকিউটরের কাছে লক্ষ্মীপুর২ আসনের এমপি এ দাবি করেন। কুয়েতে তদন্তকারী পাবলিক প্রসিকিউটরদের পাপুল বলেন, ‘আমি এ ব্যাপারে নির্দোষ। তবে কিছু সরকারি কর্মকর্তা পরিচ্ছন্ন নন।এদিকে রিমান্ডে তদন্ত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে কুয়েতি কয়েকজন কর্মকর্তাকে ঘুষ প্রদানের বিষয়টি তিনি স্বীকার করেছেন। আরব টাইমসের অনলাইনের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। কুয়েতি কর্মকর্তাদের ঘুষ দিয়ে ২০ হাজার বাংলাদেশিকে চাকরির প্রলোভন দেখিয়ে কুয়েতে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে এমপি পাপুলের বিরুদ্ধে। তবে তদন্তে জিজ্ঞাসাবাদের সময় স্বেচ্ছায় ঘুষ প্রদানের বিষয়টি অস্বীকার করেছেন বাংলাদেশের এই এমপি। কুয়েতি কর্মকর্তাদের বাধ্য হয়ে ঘুষ দিয়েছেন বলে দাবি কাজী শহিদ ইসলাম পাপুলের। পাপুল বলেন, ‘দেখুন কুয়েতে আমার ৯ হাজার কর্মী রয়েছে এবং (এ বিষয়ে) আমার শতভাগ টেন্ডার রয়েছে। এ পর্যন্ত কেউ আমার কাজের অর্জন নিয়ে প্রশ্ন তোলেনি। অথচ (কুয়েতের) কিছু সরকারি কর্মকর্তা আমার টেন্ডার বন্ধ করে দেওয়ার চেষ্টায় রয়েছেন। তাদেরকে টেন্ডারে রাজি করানোর একমাত্র মাধ্যম হলো তাদের ঘুষ দিতে হবে। তাই আমি এ ক্ষেত্রে কী আর করতে পারি?’

লক্ষ্মীপুর২ আসনের এ সংসদ সদস্য তার মামলার তদন্ত কর্মকর্তাদের জেরার মুখে আত্মপক্ষ সমর্থনে বলেছেন, ‘আমার কোম্পানিতে যে সুযোগসুবিধা আছে, তা অন্য অনেক কোম্পানিতে নেই। চুক্তিমাফিক সরকারি এজেন্সিগুলোর সব শর্তই তিনি পূরণ করে আসছেন। এর প্রমাণও আছে। কিন্তু সমস্যা সৃষ্টি করেছেন দেশটির কিছু সরকারি কর্মকর্তা।আরব টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এমপি পাপুলের প্রতিষ্ঠানের আর্থিক সম্পদের পরিমাণ প্রায় ৫০ লাখ কুয়েতি দিনার। এর মধ্যে ৩০ লাখই হচ্ছে প্রতিষ্ঠানের মূলধন। কুয়েতের কেন্দ্রীয় ব্যাংক তার ব্যক্তিগত ও তার মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে যাচ্ছে। গত ৬ জুন কুয়েতের মুশরেফ আবাসিক এলাকা থেকে এমপি কাজী শহিদ ইসলাম পাপুলকে গ্রেপ্তার করে দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে আদালতে হাজির করা হলে তার আইনজীবী জামিনের আবেদন করেন। কিন্তু বিচার তা নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত বুধবার দেশটির অ্যাটর্নি জেনারেল পাপুলকে ২১ দিন কারাগারে আটক রাখার নির্দেশ দিয়েছেন।

admin

Share
Published by
admin

Recent Posts

শহরের নাগরিকদের ভিসা দেওয়ার ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা

সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব সহ বেশ কয়েকটি উপসাগরীয় দেশ পাকিস্তানের অন্তত ৩০টি ভিন্ন ভিন্ন…

2 days ago

৭১ হাজারেরও বেশি প্রাপকের হাতে চাকরীর নিয়োগ প

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ৭১ হাজারেরও বেশি প্রাপকের হাতে চাকরীর নিয়োগ পত্র…

2 days ago

ডিসেম্বরে ভারতীয় পুঁজিবাজারে বিদেশী বিনিয়োগকারীদের ২৬ হাজার কোটি টাকার লগ্নি

ডিসেম্বর মাসে ভারতীয় পুঁজিবাজার বিদেশী বিনিয়োগকারীদের (এফপিআই) কাছ থেকে ব্যাপক লগ্নি লাভ করেছে। পুঁজিবাজারে জমা…

2 days ago

আইএসএল: কেরালা ব্লাস্টার্সের দাপুটে জয়, মহামেডান স্পোর্টিং বিপাকে

কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে গতকাল আইএসএল ফুটবলে কেরালা ব্লাস্টার্স এক দুর্দান্ত পারফরম্যান্সে ৩-০ গোলে মহামেডান…

2 days ago

৩৭তম বিষ্ণুপুর মেলা: মল্লভূমের ঐতিহ্যের উন্মোচন

বাঁকুড়ার বিষ্ণুপুর আজ থেকে হয়ে উঠেছে ঐতিহ্যের এক নতুন উজ্জ্বল মঞ্চ। সূচনা হয়েছে ৩৭তম বিষ্ণুপুর…

2 days ago

প্রথিতযশা নৃত্যশিল্পী ও গুরু পৌষালী মুখোপাধ্যায় প্রয়াত

প্রথিতযশা নৃত্যশিল্পী ও গুরু পৌষালী মুখোপাধ্যায় প্রয়াত। শনিবার কলকাতায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস…

2 days ago