।। কবিতা ।। আলাপ – ঝর্ণা ভট্টাচার্য‌্য


শুক্রবার,০৩/০৭/২০২০
2872

।। কবিতা ।। – আলাপ

উত্তাল হাওয়ায় উড়ছে ওড়না
মানেনা বাঁধন, ঝড় আসে বার্ধক্যে
যেন ষোড়শীর যৌবন
অঝোর ধারা ছুঁয়ে যায়, মিশে যাই দু-জন।
পিছু ডাক দেয়,পামীর মালভূমি
যেন প্রথম উপন্যাসের
আলালের ঘরের দুলালী।
ডুবে যাই ভাব সাগরে, হই বিবর্তিত
স্বপ্ন আমার ভেঙ্গনা
কোরোনা বিষময়, নাইবা হল সত্য
সাজাই বসে শব্দছক
পরাগরেনু মেখে,
শিরার জমিতে একশো একর।।
————————-

ঝর্ণা ভট্টাচার্য‌্য

দমদম ক্যান্টনমেন্ট
কলিকাতা–৭০০০৬৫

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট